প্রথম পাতা খবর সৌগত রায়ের শারীরিক অবস্থার অবনতি, সঙ্কটে বর্ষীয়ান তৃণমূল সাংসদ

সৌগত রায়ের শারীরিক অবস্থার অবনতি, সঙ্কটে বর্ষীয়ান তৃণমূল সাংসদ

151 views
A+A-
Reset

দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। অনিদ্রা ও স্নায়ুর সমস্যার কারণে মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থা আরও জটিল হয়ে ওঠে, যা ভাবিয়ে তুলেছে চিকিৎসকদের। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, স্থিতিশীল হলেও বর্তমানে তিনি সঙ্কটজনক অবস্থায় রয়েছেন।

দিঘায় জগন্নাথধামের উদ্বোধনে যাওয়ার আগে অসুস্থ হয়ে পড়েন সৌগত। অক্ষয় তৃতীয়ার দিন তাঁর শরীরে পেসমেকার বসানো হয়। এরপর থেকে পরিবারের পক্ষ থেকে ঝুঁকি না নিয়ে তাঁকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। গত ২২ জুন থেকে সেখানে চিকিৎসাধীন তিনি।

চিকিৎসকদের এক মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর পর্যবেক্ষণ চলছে। স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডঃ মনোজ সাহার নেতৃত্বে এই দলে রয়েছেন চিকিৎসক বৈভব শেঠ, অরিন্দম মৈত্র এবং রাহুল জৈন। জানা গিয়েছে, পটাশিয়ামের মাত্রা বেড়ে গিয়েছে তাঁর শরীরে, রয়েছে শ্বাসনালির সংক্রমণ, কিডনির সমস্যা ও উচ্চ রক্তচাপ। তাঁকে ইনসুলিনও দিতে হয়েছে এবং রাইস টিউবের সাহায্যে খাওয়ানো হচ্ছে। পাশাপাশি, ফিজিওথেরাপিও শুরু হয়েছে।

তৃণমূল সূত্রে আরও জানা গিয়েছে, কথা বলতে গিয়ে জড়িয়ে যাচ্ছে সাংসদের উচ্চারণ এবং তিনি পিঠের ব্যথাতেও কষ্ট পাচ্ছেন। তাঁর শারীরিক অবস্থার খবরে উদ্বেগে রয়েছেন দলের সহকর্মী ও রাজনৈতিক মহল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.