ইন্ডিয়ান ব্যাংকস’ অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান হতে পারেন এসবিআই প্রধান সিএস শেঠী

ইন্ডিয়ান ব্যাংকস’ অ্যাসোসিয়েশন (আইবিএ)-এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সিএস শেঠী। সূত্রের খবর, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে স্থগিত থাকা বার্ষিক সাধারণ সভাটি চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে, যেখানে ২০২৫-২৬ সালের জন্য নতুন চেয়ারম্যান নির্বাচন করা হবে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও একে গোয়েল ২০২১ সালের নভেম্বর থেকে মার্চ,২০২৪ পর্যন্ত আইবিএ-র চেয়ারম্যান ছিলেন। তাঁকে আবারও প্রধান নির্বাহী পদে ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে।

আইবিএ-র ব্যবস্থাপনা কমিটি সম্প্রতি গোয়েলের নাম চূড়ান্ত করেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের অনুমোদন পেলেই বিষয়টি আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি পাবে।

সূত্র জানিয়েছে, “এমনিতে সদস্যদের মধ্যে অসন্তোষ রয়েছে এবং সংগঠনের পরিচালনা নিয়ে তাঁরা হতাশ। আস্থার সংকটের কারণে শেঠীকে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হতে পারে। তিনি এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।”

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন