হাওড়া: সোমবার নবান্নে ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেন, কোভিড বিধি জারি থাকবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে বেশ কিছু নিয়ম শিথিল করা হয়েছে। নাইট কার্ফু রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত করা হয়েছে, যেটা আগে ছিল রাত ১০টা থেকে। পরিবহনের ক্ষেত্রে কলকাতা-মুম্বাই ও কলকাতা-লন্ডন বিমান পরিষেবা স্বাভাবিক হচ্ছে। তবে কলকাতা-বেঙ্গালুরু বিমান পরিষেবা বন্ধ থাকছে। ট্রেনের সময়সীমা একই থাকছে।
কী কী বিষয়ে বিধিনিষেধ শিথিল হলো একনজরে দেখে নিন :
• ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলছে, এছাড়া কলেজ, বিশ্ববিদ্যালয়ও খুলছে।
• এতদিন যেখানে ৫০ শতাংশ কর্মী ওয়ার্ক ফ্রম হোম করছিলেন, সেখানে ১ ফেব্রুয়ারি থেকে ৭০-৭৫ শতাংশ কর্মী অফিসে গিয়ে কাজ করতে পারবেন।
• পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা হবে পাড়ায় পাঠশালা করে। অর্থাৎ ছোট ছোট জায়গা বেছে শিক্ষক-শিক্ষিকারা পড়ানোর ব্যবস্থা করবেন। তবে প্রাথমিক বিদ্যালয় এখনও বন্ধ থাকবে।
• এবার থেকে ৫০ শতাংশের বেশি মানুষের উপস্থিতি থাকবে পার্ক, পর্যটন ক্ষেত্রে।
• ৭৫ শতাংশ দর্শক নিয়ে সিনেমা, থিয়েটার দেখা যাবে।
• খেলাধুলার ক্ষেত্রে স্টেডিয়ামে ৭৫ শতাংশ দর্শক নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
• রেস্তোরাতেও ৭৫ শতাংশ উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে।
• অনুষ্ঠান বাড়িতেও ৭৫ শতাংশ উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে।
• রাত্রিকালীন নিষেধাজ্ঞা জারি থাকবে রাত ১১টা থেকে ভোড় ৫টা পর্যন্ত।
• রাজনৈতিক মিছিল, মিটিং এখনও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
276