দুর্গাপুজোর আগে নিত্যযাত্রীদের জন্য বড় ঘোষণা করল পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনে চালু হতে চলেছে নতুন লোকাল ট্রেন পরিষেবা। আগামী ২২ সেপ্টেম্বর, সোমবার থেকে বিধাননগর রোড ও কল্যাণীর মধ্যে মিলবে এই পরিষেবা।
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন নম্বর ৩১৩৪৩ আপ প্রতিদিন (সোম থেকে শনিবার) বিধাননগর রোড থেকে রাত ৭টা ২৭ মিনিটে ছাড়বে এবং রাত ৮টা ৩৬ মিনিটে কল্যাণী পৌঁছবে। যাত্রাপথে সমস্ত স্টেশনেই থামবে ট্রেনটি। ফিরতি পথে ট্রেন নম্বর ৩১৩৪০ ডাউন কল্যাণী থেকে রাত ৮টা ৫৫ মিনিটে ছাড়বে এবং রাত ১০টা ১৯ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
বিধাননগর রোড স্টেশন দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকে উত্তর, মধ্য ও পূর্ব কলকাতার বহু এলাকায় যোগাযোগ করা যায়। পাশাপাশি সল্টলেক, রাজারহাট ও সেক্টর ফাইভের সঙ্গে সরাসরি সংযোগ থাকায় অফিসযাত্রীদের চাপও সর্বদা বেশি। ফলে ট্রেন লেট হলে ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের।
রেল কর্তৃপক্ষের আশা, এই নতুন ট্রেন চালু হলে যাত্রীদের অনেকটাই স্বস্তি মিলবে। উৎসবের মরসুমে যাত্রী চাপ সামলাতেও বাড়তি পরিষেবা ভরসা জোগাবে।