সপ্তাহের প্রথম কর্মদিবসে সোমবার সকালেই রেল অবরোধের জেরে বিপর্যস্ত হয়ে পড়ল শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন পরিষেবা। অফিস টাইমে সকাল ৭টা ৩০ মিনিট থেকে প্রায় ৯টা পর্যন্ত অবরোধ চলে ভাসিলা স্টেশনের কাছে। স্থানীয়দের অভিযোগ, স্টেশনে যাতায়াতের রাস্তাটি অত্যন্ত খারাপ, বর্ষায় তা আরও বিপজ্জনক হয়ে ওঠে। একাধিক দুর্ঘটনার পরে প্রশাসনের নজরে আনা হলেও কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়েই এদিন রেললাইনেই বসে পড়েন স্থানীয়রা।
এই অবরোধের জেরে অন্তত চারটি আপ ও চারটি ডাউন ট্রেন চলেছে ঘণ্টাখানেক দেরিতে। বাতিল হয় একটি বারাসাত-হাসনাবাদ লোকাল। অবরোধ চলাকালীন একের পর এক ট্রেন দাঁড়িয়ে যায় লাইনে। পরিস্থিতি সামাল দিতে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দেন আলোচনার। তারপর ওঠে অবরোধ।
রেল সূত্রে খবর, অবরোধ উঠে গেলেও ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। ট্রেনগুলির গতি কমিয়ে দেওয়া হয়েছে। ফলে যাত্রীরা সকাল থেকে কার্যত নাকাল হয়েছেন। কর্মস্থলগামী যাত্রী থেকে শুরু করে পরীক্ষার্থী কিংবা স্কুল-কলেজের পড়ুয়াদের রীতিমতো ভোগান্তিতে পড়তে হয়েছে।