প্রথম পাতা খবর শনি-রবিতে শিয়ালদহ থেকে বাতিল একগুচ্ছ ট্রেন, যাত্রী দুর্ভোগের আশঙ্কা

শনি-রবিতে শিয়ালদহ থেকে বাতিল একগুচ্ছ ট্রেন, যাত্রী দুর্ভোগের আশঙ্কা

312 views
A+A-
Reset

কলকাতা: শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে শিয়ালদহ-বনগাঁ ও শিয়ালদহ-কৃষ্ণনগর লাইনে। তার জেরে সংশ্লিষ্ট শাখায় ২১ জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, শনিবার রাত ১০টা ২০ মিনিট থেকে রবিবার সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ থাকবে। শনিবার ওই সময়ে রাতে শিয়ালদা থেকে নৈহাটি, বনগাঁ, হাবড়া, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুর লোকাল একটি করে বাতিল রাখা হচ্ছে।

রবিবার সকালে শিয়ালদহ থেকে তিন জোড়া রানাঘাট লোকাল ছাড়াও বনগাঁ, হাবড়া, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুরের মধ্যে দু’জোড়া করে লোকাল ট্রেন বন্ধ থাকবে। এ ছাড়াও, শিয়ালদহ থেকে একজোড়া করে দত্তপুকুর, হাসনাবাদ, নৈহাটি, শান্তিপুর ও গেদের লোকাল ট্রেন এবং একটি কৃষ্ণনগর লোকাল বাতিল।

জানা গিয়েছে, রেলের এই মেরামতি কাজের জন্য বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন শিয়ালদহ থেকে ছাড়তে পারবে না। ওই ট্রেনগুলি কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। ৭ এবং ৮ এপ্রিল পদাতিক এক্সপ্রেস (১২৩৭৮) এবং আজমের-শিয়ালদহ এক্সপ্রেস (১২৯৮৮) শিয়ালদহের পরিবর্তে কলকাতা স্টেশন থেকে ছাড়বে।

এ ছাড়াও, পাঁচটি ট্রেনের সময়সূচিও কিছুটা পরিবর্তন হবে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও বালুরঘাট-মালদহ টাউন প্যাসেঞ্জার। ট্রেনগুলির যাত্রা শুরু সময় বেশ খানিকটা বিলম্বিত হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.