প্রথম পাতা খবর সেবক-রংপো নির্মীয়মাণ টানেলে ধস, মৃত ২

সেবক-রংপো নির্মীয়মাণ টানেলে ধস, মৃত ২

270 views
A+A-
Reset

ডেস্ক: সেবক সিকিম রেলপথ সম্প্রসারণ প্রকল্পের কাজে দুর্ঘটনা। উত্তরবঙ্গে বৃষ্টির জন্য মাটিতে ধস নামে। ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু। গুরুতর আহত আরও ৫ জন। কর্মরত শ্রমিকরা বেশিরভাগই বিহারের বাসিন্দা বলে সূত্রের খবর।


স্থানীয় প্রশাসন সূত্রে খবর, কয়েকদিনের টানা বৃষ্টির কারণেই ধস। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। কালিম্পং থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ভালুখোলাতে দুর্ঘটনাটি ঘটেছে।


কালিম্পং থানার পুলিস জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকেই ওই সাত শ্রমিককে উদ্ধার করা হয়। যাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম নরেশ সোরেন ও সালখু। আহত আরও ৫। আহতদের মধ্যে ৩ জন কালিম্পং জেলা হাসপাতালে ভর্তি। বাকি ২ জন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। 

আরও পড়ুন: কথা রাখলেন মমতা, ‘কৃষকবন্ধু’ প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর, আজই টাকা পেলেন কৃষকরা


সেবক-সিকিম রেলপথ সম্প্রসারণ- একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এর মাধ্যমে বাংলার সঙ্গে সিকিমের সরাসরি রেলপথে যোগাযোগ করা সম্ভব হবে। পরবর্তীকালে এই রেলপথ নাথুলা পর্যন্ত বিস্তৃত হবে। এই রেলপথে সিকিম থেকে পণ্য আদানপ্রদানের ক্ষেত্রেও যথেষ্ট সুবিধা হবে। ২০২৩ সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। জোর কদমেই চলছিল কাজ। পাহাড় থেকে গুহার মধ্যে দিয়ে রেলপথ সম্প্রসারিত করা হচ্ছিল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.