প্রথম পাতা খবর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নয়া সুবিধা, এবার নিজেরাই অনলাইনে সংশোধন করতে পারবে রেজিস্ট্রেশন তথ্য

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নয়া সুবিধা, এবার নিজেরাই অনলাইনে সংশোধন করতে পারবে রেজিস্ট্রেশন তথ্য

118 views
A+A-
Reset

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর। এবার নিজেরাই অনলাইনে যাচাই করে নিতে পারবে রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য। শুধু তাই নয়, কোনও ভুলভ্রান্তি চোখে পড়লে অনলাইনেই তা সংশোধন করার সুযোগও মিলবে। এই প্রথমবার সরাসরি পরীক্ষার্থীদের হাতে এমন ক্ষমতা দিল মধ্যশিক্ষা পর্ষদ।

পর্ষদ জানিয়েছে, এই প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে প্রি এনরোলমেন্ট ভেরিফিকেশন। এর আগে স্কুলগুলিকে মোট পাঁচবার তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হয়েছিল। তবুও কিছু ভুল থেকে যাচ্ছিল। এমনকি গতবছর মাধ্যমিক পরীক্ষার দু’দিন আগে পর্যন্ত ১১৫টি স্কুল তাদের পড়ুয়াদের তথ্য সংশোধন করে, যা পর্ষদের জন্য চরম ভোগান্তির কারণ হয়েছিল।

এই পরিস্থিতি এড়াতেই এ বছর অভিনব ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষার্থীরা http://students.wbbsedata.com ওয়েবসাইটে ঢুকে নিজেদের তথ্য যাচাই ও সংশোধন করতে পারবে।

অন্যদিকে, স্কুল কর্তৃপক্ষের জন্য সংশোধনের লগইন খোলা থাকবে ৮ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত।

শিক্ষা মহলের মতে, এই ব্যবস্থা কার্যকর হলে পরীক্ষার্থীদের ভোগান্তি যেমন অনেকটাই কমবে, তেমনি পর্ষদের উপর চাপও অনেকটা হালকা হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.