ফের রেল দুর্ঘটনা! মঙ্গলবার দক্ষিণ পূর্ব রেল ডিভিশনের হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি এক্সপ্রেস ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বেলাইন হয়ে যায়।
ঘটনায় প্রকাশ, ভোর পৌনে ৪টে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস।
যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নেমেছেন রেল কর্তৃপক্ষ। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়ল যাত্রী নিরাপত্তা। হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক। এখনও অবধি যা খবর তাতে ১৮টি বগিই লাইনচ্যুত হয়ে যায়।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেলের তরফে ইতিমধ্যেই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে।
হেল্পলাইন নম্বর
হাওড়া: 9433357920, 03326382217
রাঁচি: 0651-27-87115
টাটানগর: 06572290324
চক্রধরপুর: 06587 238072
রউরকেল্লা: 06612501072, 06612500244