প্রথম পাতা খবর ঢাকার গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা

ঢাকার গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা

352 views
A+A-
Reset

মঙ্গলবার বিকেলে ভয়াবহ বিস্ফোরণ ঘটল বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানে। জানা গিয়েছে, ‘বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন’ (বিআরটিসি)-এর বাস কাউন্টারের পাশে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

বিকেল পৌনে ৫টার নাগাদ গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্যাঙ্কের কার্যালয়।

বিস্ফোরণস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন দুটি থেকে আহত শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে মঙ্গলবার রাত থেকেই শুরু সবেবরাত। তার ঠিক আগেই এই ধরনের বিস্ফোরণকে সন্ত্রাস হানা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.