হাওড়ার খড়গপুর ডিভিশনে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। সাঁতরাগাছি স্টেশনে ইন্টারলকিং ও নন ইন্টারলকিংয়ের কাজের জন্য ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত এই ট্রেন পরিষেবা বিঘ্নিত হবে।
বিভিন্ন লোকাল ট্রেনের যাত্রাপথেও পরিবর্তন আনা হয়েছে। ৩ মে ও ৫ মে পাঁশকুড়া-হাওড়া লোকাল সাঁতরাগাছিতে যাত্রা শেষ করবে। আমতা-হাওড়া লোকাল সাঁতরাগাছি থেকে ছাড়বে এবং সেখানেই ফিরবে। ১১ ও ১৭ মে আদ্রা-হাওড়া, ভদ্রক-হাওড়া এক্সপ্রেস খড়গপুর পর্যন্ত সীমিত থাকবে।
১১ মে থেকে আমতা, খড়গপুর, হলদিয়া, পাঁশকুড়া, মেদিনীপুর, মেচেদা থেকে ছাড়া হাওড়াগামী লোকাল ট্রেন সাঁতরাগাছি থেকেই ছাড়বে ও ফিরবে। একই ব্যবস্থা থাকবে ১৭ মে-তেও।
দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে ২ মে থেকে ১৮ মে পর্যন্ত ধাপে ধাপে বাতিল করা হবে পুরী-শালিমার উইকলি স্পেশাল, রূপসী বাংলা এক্সপ্রেস, হাওড়া-ঘাটশিলা মেমু, কাণ্ডারী এক্সপ্রেস, তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং ধৌলি এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন।