আসানসোল: আগামী ২০ মার্চ থেকে আসানসোল লোকসভার উপ-নির্বাচনে প্রচার শুরু করতে পারেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে আইন মন্ত্রী মলয় ঘটক এ খবর জানিয়েছেন।
গত রবিবার লোকসভার উপনির্বাচনে তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষণার পরই আসানসোলের নিচুতলার কর্মীরা প্রচার শুরু করে দিয়েছেন। শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন ও পোস্টারিং। সাতটি বিধানসভা এলাকায় কাউন্সিলর থেকে শুরু করে ব্লক সভাপতিরা দেওয়াল লিখন থেকে পোস্টার, হোডিং লাগানোর কাজ শুরু করে দিয়েছেন। কিন্তু সবারই অপেক্ষা কখন প্রচারে নামেন তৃণমূল প্রার্থী।
জানা গিয়েছে, তাঁর নাম ঘোষণার পরেই আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন শত্রুঘ্ন। প্রচারের বিষয়ে খোঁজ খবরও নেন তিনি। সূত্রে জানা গিয়েছে, বাবার হয়ে প্রচার করতে আসতে পারেন অভিনেত্রী সোনাক্ষী সিন্হা।