প্রথম পাতা খবর ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া, অ্যাপ চালু হতেই কত আবেদন জমা পড়ল জানেন?

‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া, অ্যাপ চালু হতেই কত আবেদন জমা পড়ল জানেন?

129 views
A+A-
Reset

ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর হেনস্তা! বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরতি শ্রমিকদের জন্য ঘোষণা করেছেন ‘শ্রমশ্রী’ প্রকল্প। অ্যাপ চালু হতেই ব্যাপক সাড়া, দু’দিনেই ৩ হাজারের বেশি আবেদন।

প্রতিবেদন (Bengali):
ভিনরাজ্যে প্রতিনিয়ত বঞ্চনা, হেনস্তা আর অবহেলার শিকার হচ্ছেন বাংলার শ্রমিকরা। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই শ্রমিকদের উপর বাড়ছে নিপীড়ন। কোথাও কাজের নিরাপত্তাহীনতা, কোথাও আবার ভাষার কারণে বাড়ছে সমস্যা। এমন পরিস্থিতিতে বড় পদক্ষেপ করেছে রাজ্য সরকার। শ্রমিকদের বাংলায় ফিরে আসার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন ‘শ্রমশ্রী’ প্রকল্প।

সোমবার বিকেল থেকে কার্যকর হয়েছে এই প্রকল্প ও মোবাইল অ্যাপ। চালু হতেই ব্যাপক সাড়া মিলেছে। জানা যাচ্ছে, প্রথম দু’দিনেই ৩ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। সোমবার সকালে নবান্নে এই প্রকল্প নিয়ে শীর্ষ পর্যায়ের বৈঠকেও উঠে আসে পরিযায়ী শ্রমিকদের প্রবল আগ্রহের বিষয়টি। দ্রুত আবেদন যাচাই করে সুবিধা নিশ্চিত করার কথাও আলোচনায় উঠে এসেছে।

 ‘শ্রমশ্রী’ প্রকল্পের মূল সুবিধা:

  • বাংলায় ফিরলেই এককালীন ৫,০০০ টাকা সহায়তা।
  • টানা এক বছর মাসে ৫,০০০ টাকা করে ভাতা।
  • সন্তানদের স্কুল-কলেজে ভর্তি সংক্রান্ত সহায়তাসহ একাধিক সুবিধা।
  • আবেদন করা যাবে মোবাইল অ্যাপ অথবা ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরের দুয়ারে সরকার ডেস্কে।

নবান্নের স্পষ্ট নির্দেশ, অযোগ্য কেউ যাতে প্রকল্পের সুযোগ না পান, সেদিকে নজরদারি থাকবে কড়া।

মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, বাংলার শ্রমিকরা আর ভিনরাজ্যে অপমানিত হবেন না। তাঁদের পাশে দাঁড়ানোই এখন রাজ্যের প্রতিশ্রুতি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.