ভারত: ৩১০/৫ (গিল ১১৪*, জাদেজা ৪১*, যশস্বী ৮৭)
এজবাস্টন টেস্টের প্রথম দিন শেষে খানিক স্বস্তিতে টিম ইন্ডিয়া। হেডিংলিতে হারের পর এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে শুভমান গিলদের শুরুটা বেশ ভালই বলা যায়। প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৩০০ রান পেরিয়ে গেছে ভারত। অধিনায়ক শুভমান গিল অনবদ্য সেঞ্চুরি করে এখনও অপরাজিত। তাঁর সঙ্গে ৪১ রানে ব্যাট করছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা যদিও ভালো ছিল না ভারতের। মাত্র ২ রানে আউট হন কে এল রাহুল। তিনে নামা করুণ নায়ার থামেন ৩১ রানে। যশস্বী জয়সওয়াল শুরুতে কিছুটা চাপে থাকলেও পরে দারুণ ছন্দে ব্যাট করেন, তবে দুর্ভাগ্যবশত সেঞ্চুরির আগে ৮৭ রানে থেমে যান।
গত ম্যাচের নায়ক ঋষভ পন্থ এদিন রান পাননি (২৫), হতাশ করেন নীতীশ কুমার রেড্ডিও (১)।
তবে ইনিংসের হাল ধরেন গিল ও জাদেজা। তাঁদের ৯৯ রানের পার্টনারশিপে প্রথম ইনিংস রক্ষা পায়। গিল ১১৪ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের অপেক্ষায়, ব্যাট হাতে বড় স্কোর গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।
এখনও ব্যাট করতে নামেননি ওয়াশিংটন সুন্দর। ফলে দ্বিতীয় দিনেও ভারতের কাছে রান বাড়িয়ে নেওয়ার ভালো সুযোগ রয়েছে। মাঠে নামার অপেক্ষায় ভারতীয় সমর্থকরা, চোখ গিল-জাদেজা জুটির দিকে।