প্রথম পাতা খবর নতুন মণ্ডল সভাপতিদের তালিকা ঘোষণা হতেই জেলার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শুভেন্দু

নতুন মণ্ডল সভাপতিদের তালিকা ঘোষণা হতেই জেলার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শুভেন্দু

307 views
A+A-
Reset

তমলুক: বিজেপির জেলা সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে গ্রুপ ছেড়েছেন ময়নার বিধায়ক অশোক দিন্দা এবং নন্দীগ্রামের বিজেপি নেতা সাহেব দাস।
তবে কী কারণে তাঁদের এই গ্রুপ ছেড়ে বেরিয়ে আসা তা জানা যায়নি। প্রসঙ্গত, রবিবারই তমলুক সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে ৪২টি মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়। তাতে একাধিক পুরানো মণ্ডল সভাপতি বাদ গিয়েছে বলে বিজেপি সূত্রের খবর। নতুন তালিকায় জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের নাম রয়েছে। এর পরই রবিবার নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী-সহ তিন নেতা জেলা গ্রুপ থেকে বেরিয়ে আসেন।
তপন বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি হওয়ার পর থেকে দলের মধ্যে চাপানউতোর চলছিল। মণ্ডল তালিকা প্রকাশ পাওয়ার পর রবিবারই প্রকাশ্যে চলে এল।
যদিও জেলা সভাপতি এ নিয়ে কিছু বলতে চাননি।
বিজেপি নেতা সাহেব দাস বলেন, এর মধ্যে কোনও অন্তর্কলহ নেই। ফোন হারিয়ে যাওয়ার কারণেই এই সমস্যা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.