এসআইআর (Special Intensive Revision) মামলায় তৃণমূলের পক্ষে বড় স্বস্তির রায় দিল Supreme Court of India। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে—মাধ্যমিক (দশম) পরীক্ষার অ্যাডমিট কার্ড এসআইআর শুনানিতে বৈধ নথি হিসেবে গ্রহণ করতেই হবে। পাশাপাশি বিএলএ (Booth Level Agent)দের শুনানিতে উপস্থিত থাকার অনুমতিও দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরেই বিএলএদের হিয়ারিংয়ে প্রবেশ নিয়ে টানাপোড়েন চলছিল। এদিন আদালত জানায়, ভোটাররা শুনানিতে হাজিরা দেওয়ার সময় চাইলে যে কোনও একজনকে সঙ্গে নিতে পারেন। তিনি যদি বিএলএ হন, তাতেও আপত্তির কারণ নেই। ফলে এবার থেকে এসআইআর শুনানিতে বিএলএদের উপস্থিতি বৈধ হল।
রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে ২০২৫ সালের অক্টোবরের শেষ সপ্তাহ থেকে। কাজ হচ্ছে ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী—কারণ ওই বছরই শেষবার নিবিড় সংশোধন হয়েছিল। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাংলা-সহ ১২ রাজ্যে এই প্রক্রিয়া চালাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন।
রাজ্য নির্বাচন কমিশনের তরফে যুক্তি দেওয়া হয়েছিল—মাধ্যমিক অ্যাডমিট কার্ড বহু ক্ষেত্রে গ্রহণযোগ্য এবং নাগরিকত্ব যাচাইয়েও ব্যবহৃত হয়। সেই কারণে বাস্তবে অনেক জায়গায় বিএলওরা এই নথি নিয়েছিলেন। তবে গত সপ্তাহে দিল্লি থেকে পাঠানো নোটিসে জানানো হয়, অ্যাডমিট কার্ড নথি হিসেবে গণ্য হবে না—যা ঘিরে নতুন করে হয়রানির আশঙ্কা তৈরি হয়।
শেষ পর্যন্ত বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। রায়ে আদালত সাফ জানিয়ে দিল—এসআইআরে মাধ্যমিক অ্যাডমিট কার্ড গ্রহণ করতেই হবে এবং বিএলএদের শুনানিতে উপস্থিত থাকায় কোনও বাধা নেই। রাজনৈতিক মহলে এই রায়কে তৃণমূলের বড় জয় হিসেবেই দেখা হচ্ছে।