প্রথম পাতা খবর এসআইআর নোটিস মন্ত্রী তাজমুলকে, শুনানিতে ডাক নওশাদেরও

এসআইআর নোটিস মন্ত্রী তাজমুলকে, শুনানিতে ডাক নওশাদেরও

25 views
A+A-
Reset

ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত শুনানিতে হাজিরার জন্য নোটিস পেলেন রাজ্যের মন্ত্রী Tajmul Hossain। একই সঙ্গে নোটিস দেওয়া হয়েছে Naushad Siddiqui-কেও। সোমবার নোটিস হাতে পেয়েছেন তাঁরা। মন্ত্রী তাজমুলকে ২৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টা নাগাদ হাজিরা দিতে বলা হয়েছে।

নোটিস পেয়ে বিস্ময় প্রকাশ করে মন্ত্রী তাজমুল প্রশ্ন তুলেছেন, “যে নির্বাচন কমিশনের মাধ্যমে আমি তিনবার নির্বাচিত বিধায়ক, সেই কমিশনই কি এখন আমার বৈধ ভোটার হওয়া যাচাই করবে?” অন্য দিকে, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি জানিয়েছেন, শুনানির নোটিসে তিনি আতঙ্কিত নন। তাঁর বক্তব্য, ভোটাধিকার সংবিধানের ৩২৬ অনুচ্ছেদে সুরক্ষিত

নোটিসে জানানো হয়েছে, মালদহের হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেনের ক্ষেত্রে বর্তমান ও পূর্ববর্তী ভোটার তালিকায় নামের অমিল রয়েছে। সেই সঙ্গে ‘লিঙ্কেজ’ সংক্রান্ত তথ্য অসম্পূর্ণ থাকায় তাঁকে খিজিরিয়া বাংরুয়া প্রাইমারি স্কুল (পশ্চিম)-এ শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.