প্রথম পাতা খবর এসআইআর শুরু আগে প্রস্তুতি তুঙ্গে, কলকাতায় চলছে বিএলওদের প্রশিক্ষণ শিবির

এসআইআর শুরু আগে প্রস্তুতি তুঙ্গে, কলকাতায় চলছে বিএলওদের প্রশিক্ষণ শিবির

13 views
A+A-
Reset

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (SIR) কার্যক্রম শুরুর আগে জোর কদমে চলছে বুথ লেভেল অফিসারদের (BLO) প্রশিক্ষণ। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কীভাবে কাজ করতে হবে, কোন তথ্য সংগ্রহ করতে হবে, কীভাবে এনুমারেশন ফর্ম পূরণ করতে হবে— সেই সব বিষয় নিয়েই চলছে প্রশিক্ষণ।

কলকাতার বিভিন্ন কেন্দ্রেই খোলা হয়েছে প্রশিক্ষণ শিবির। কলেজ স্ট্রিটের ডিরোজিও হল এবং জেসপ বিল্ডিংয়ের কনফারেন্স হল— দুই জায়গাতেই সকাল থেকে বিকেল পর্যন্ত দুই দফায় চলছে প্রশিক্ষণ। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম দফা এবং দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত দ্বিতীয় দফার প্রশিক্ষণ সেশন হচ্ছে প্রতিদিন।

প্রথম দফায় চৌরঙ্গী, বেলেঘাটা ও জোড়াসাঁকো বিধানসভা এলাকার বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় এন্টালি, শ্যামপুকুর ও কাশীপুর-বেলগাছিয়ার বিএলওরা অংশ নিচ্ছেন। মানিকতলা বিধানসভার বিএলওদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে জেসপ বিল্ডিংয়ে। এই প্রশিক্ষণ শিবির চলবে আগামী সোমবার, ৩ নভেম্বর পর্যন্ত

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রশিক্ষণ শেষে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম বিতরণ করবেন। কেউ রাজ্যের বাইরে থাকলে বা প্রবাসী ভোটার হলে অনলাইনেও ফর্ম পূরণ করা যাবে।

প্রশিক্ষণ প্রক্রিয়া ধাপে ধাপে চলছে। প্রথমে রাজ্যের সিইও দপ্তর জেলা নির্বাচনী আধিকারিকদের প্রশিক্ষণ দেয়, তারপরে ইআরও এবং এইআরওরা বিএলও সুপারভাইজারদের প্রশিক্ষণ দিয়েছেন। এবার মাঠে নামার আগে পালা বিএলওদের হাতে-কলমে প্রশিক্ষণ নেওয়ার।

রাজ্যে মোট প্রায় ৯০ হাজার বুথ রয়েছে। সেখানে বিএলএ ১ এবং বিএলএ ২-রা বিএলওদের সহযোগিতা করবেন ভোটার তালিকা সংশোধনের কাজের সময়।

নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী—

  • ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর: ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ
  • ৯ ডিসেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ
  • ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি: অভিযোগ ও সংশোধনের সময়সীমা
  • ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি: অভিযোগ শুনানি ও যাচাই
  • ৭ ফেব্রুয়ারি: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

অর্থাৎ, রাজ্যের ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি এখন পুরোদমে চলছে। প্রশিক্ষণ শেষ হলেই মাঠে নামবেন হাজার হাজার বিএলও, ভোটারদের তথ্য যাচাই ও নতুন নাম অন্তর্ভুক্তির কাজে

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.