প্রথম পাতা খবর বৃহস্পতিবার থেকে অনলাইনেও মিলবে এসআইআরের ফর্ম, জানিয়ে দিল নির্বাচন কমিশন

বৃহস্পতিবার থেকে অনলাইনেও মিলবে এসআইআরের ফর্ম, জানিয়ে দিল নির্বাচন কমিশন

232 views
A+A-
Reset

রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া। এবার ফর্ম পেতে আর কেবল বিএলও-র উপর নির্ভর নয়—বৃহস্পতিবার থেকে অনলাইনেও পাওয়া যাবে এসআইআরের এনুমারেশন ফর্ম।

নির্বাচন কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে (🔗 https://ceowestbengal.wb.gov.in/) অনলাইনে ফর্ম পাওয়া যাবে। পাশাপাশি, কমিশনের অ্যাপ ECInet-এর মাধ্যমেও এই ফর্ম পূরণ করা সম্ভব।

কমিশনের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন,“যাঁরা বিএলওদের কাছ থেকে ফর্ম নিতে পারছেন না, তাঁরা এখন অনলাইনেই এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন।”

প্রথমে ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ডাউনলোড করতে হবে। এরপর অফলাইনে যেমনভাবে বিএলওর সামনে বসে ফর্ম পূরণ করতে হয়, সেই পদ্ধতিতেই অনলাইনে তা পূরণ করা যাবে। শেষে পূরণ করা ফর্মটি নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী আপলোড করতে হবে।

পোর্টালে বিস্তারিতভাবে আপলোডের ধাপ এবং প্রয়োজনীয় নথিপত্রের তালিকা দেওয়া থাকবে বলে জানিয়েছে কমিশন।

কমিশনের ECInet অ্যাপ-এ গিয়েও এনুমারেশন ফর্ম পূরণ করা যাবে। মূলত কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকা ভোটারদের জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে তাঁরা সহজেই নাম যাচাই ও তথ্য সংশোধনের প্রক্রিয়ায় অংশ নিতে পারেন।

প্রথমে এই পরিষেবা মঙ্গলবার থেকেই চালু হওয়ার কথা ছিল, কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। কমিশন জানিয়েছিল, যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করা হবে—বুধবারই সেই ঘোষণা এল।

ইতিমধ্যে ৮০,০০০-এর বেশি বিএলও (Booth Level Officer)-কে এসআইআরের কাজের জন্য নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তাঁরা বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের হাতে ফর্ম বিলি করছেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন।

কমিশনের তথ্য অনুযায়ী, বুধবার রাত ৮টা পর্যন্ত রাজ্যে ১ কোটি ১০ লক্ষেরও বেশি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে।

বিএলওদের কাজ পর্যবেক্ষণ ও ভোটারদের সহায়তার জন্য বিভিন্ন রাজনৈতিক দলও বিএলএ (Booth Level Agent) নিয়োগ করেছে।

কমিশন স্পষ্ট জানিয়েছে —“যাতে কোনও ভোটারের নাম বাদ না যায়, সেজন্য অফলাইন ও অনলাইন—দুই প্রক্রিয়াই একসঙ্গে চালু রাখা হয়েছে।”

রাজ্যজুড়ে চলমান এই ভোটার যাচাই প্রক্রিয়া ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। তার আগে অনলাইন ও অফলাইনে যত বেশি সম্ভব ফর্ম পূরণ করাই এখন কমিশনের লক্ষ্য।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.