বিহারের পরে দ্বিতীয় দফায় ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) কাজ জোরকদমে চলছে। নির্বাচন কমিশন জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত এই অঞ্চলে ৫০ কোটিরও বেশি ভোটার এনুমারেশন ফর্ম পেয়ে গিয়েছেন। কমিশনের হিসেব অনুযায়ী, মোট ভোটারের মধ্যে ৯৮.৫৪ শতাংশ ফর্ম হাতে পেয়েছেন। পশ্চিমবঙ্গ এই তালিকায় আরও এগিয়ে— রাজ্যের ৯৯.৬৪ শতাংশ ভোটার ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম পেয়েছেন বলে কমিশনের তথ্য।
৪ নভেম্বর থেকে এই ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, ২৭ অক্টোবর পর্যন্ত এই অঞ্চলগুলিতে মোট ভোটারের সংখ্যা ছিল ৫০,৯৭,৪৪,৪২৩। এর মধ্যে এখন পর্যন্ত ফর্ম পেয়েছেন ৫০,২৫,১৩,০৯৪ জন ভোটার, যা মোট সংখ্যার ৯৮.৫৪ শতাংশ।
পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ৭,৬৩,৬৩,৬৭৫ ভোটারের হাতে ফর্ম পৌঁছে গিয়েছে। লক্ষদ্বীপ এবং গোয়ায় ১০০ শতাংশ ভোটারকেই ফর্ম বিলি করা হয়েছে। তবে তুলনায় পিছিয়ে পুদুচেরি—সেখানে এখনও ৯৪.৪৮ শতাংশ ভোটার ফর্ম পেয়েছেন, যা এই ১২টি অঞ্চলের মধ্যে সর্বনিম্ন।
এসআইআর-এর এই অগ্রগতি কেন্দ্রীয়ভাবে প্রশংসনীয় হলেও, কমিশন বলছে—যেখানে ফর্ম বিতরণ বাকি, সেখানে দ্রুত কাজ সম্পূর্ণ করতে স্থানীয় প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।