সাগর দ্বীপের ৪৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। যা আগামী ১২ ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এর প্রভাবে কালীপুজোর দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার শুরু দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এর পর আরও উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। মঙ্গলবার ভোরে বাংলাদেশের বরিশালের কাছে তিনকোনা ও সন্দ্বীপের মধ্যে দিয়ে অতিক্রম করবে এই ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড় শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে পরিণত হবে এর গতিবেগ ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে।
এর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। বুধবার সকাল পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সবথেকে বেশি প্রভাব পড়বে, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায়। আংশিক প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরের কিছু অংশে। সঙ্গে ৯০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে। দমকা হাওয়া বইবে পূর্ব মেদিনীপুরের উপকূলের অংশেও।
সামান্য প্রভাব পড়বে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও নদিয়ার কিছু অংশে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
রবিবার রাতেই অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। তার পর থেকেই আবহাওয়ার বদল ঘটেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। ভোররাত থেকেই দফায় দফায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে জোরে হাওয়া বইছে।
সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় সতর্ক দিঘা প্রশাসন। জারি হয়েছে সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা। জেলা প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর তরফে চলছে লাগাতার প্রচার।
আরও পড়ুন: চোখের অস্ত্রোপচার সেরে আমেরিকা থেকে কলকাতায় ফিরলেন অভিষেক