নয়াদিল্লি: মঙ্গলবার মধ্যরাতে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। শক্তিশালী কম্পন অনুভূত হয় দিল্লি এবং পার্শ্ববর্তী শহরগুলিতে। আতঙ্কে অনেকেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন মাঝরাতে।
রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। নেপালের ওই ভূমিকম্পেরই প্রভাব পড়েছে দিল্লি। তবে শুধু রাজধানীই নয়, ন্যাশনাল ক্য়াপিটল রিজিয়ন বা এনসিআর-এও ভূমিকম্পের প্রভাব পড়ে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল নেপাল। ভারতের বিভিন্ন জায়গায় কয়েক সেকেন্ড ধরে টের পাওয়া গিয়েছে কম্পন। ভূমিকম্পে পর পর তিন বার কেঁপে উঠেছে নেপাল। ভূমিকম্পের জেরে বাড়ি ভেঙে মারা গিয়েছেন ছয় জন। আহতের সংখ্যাও বহু।
ভূকম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই এই নিয়ে টুইট করে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। তবে এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত দিল্লি ও তার আশপাশের এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।