প্রথম পাতা খবর রাজ্যে আসছে স্মার্ট মিটার তৈরির কারখানা, এক হাজার কোটি টাকার বিশাল বিনিয়োগ ঘোষণা ইউরোপীয় সংস্থার

রাজ্যে আসছে স্মার্ট মিটার তৈরির কারখানা, এক হাজার কোটি টাকার বিশাল বিনিয়োগ ঘোষণা ইউরোপীয় সংস্থার

216 views
A+A-
Reset

কলকাতা: তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কলকাতাকে শীর্ষে নিয়ে যেতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। ইউরোপের সংস্থা ইসক্রামেকো, পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার উৎপাদন কারখানা স্থাপনের জন্য প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। নিউ টাউনের বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে হার্ডওয়্যার বিনিয়োগের নতুন দিগন্ত খুলে যাবে এবং এতে কয়েক হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

ইসক্রামেকো ইন্ডিয়া-র ম্যানেজিং ডিরেক্টর মদন মোহন চক্রবর্তীর মন্তব্য উদ্ধৃত করে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, সংস্থাটি পাঁচ একর জমিতে একটি ১১ তলা কারখানা নির্মাণ করবে, যেখানে প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলিং (পিসিবিএ) এবং স্মার্ট মিটার উৎপাদন করা হবে। প্রকল্পটি বিদ্যুতের স্মার্ট মিটার উৎপাদনের জন্য শুরু হলেও ভবিষ্যতে জল ও গ্যাসের স্মার্ট মিটারও উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

ইসক্রামেকো ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার জন্য প্রিপেড স্মার্ট মিটার সরবরাহ এবং ইনস্টল করার বরাত পেয়েছে। মদন মোহন জানিয়েছেন, এই বরাতের মূল্য প্রায় ২৭০ কোটি টাকা। কলকাতা, আসানসোল, দুই ২৪ পরগনা, এবং দুই বর্ধমান অঞ্চলে তারা এখন পর্যন্ত এক লক্ষ স্মার্ট মিটার ইনস্টল করেছে এবং আগামী বছরের এপ্রিলের মধ্যে দেড় লক্ষ মিটার ইনস্টলেশন সম্পন্ন হবে।

ইসক্রামেকো বর্তমানে ভারতের মায়সোর এবং হায়দরাবাদে স্মার্ট মিটার উৎপাদন কারখানা পরিচালনা করছে। পশ্চিমবঙ্গে স্থাপিত এই কারখানা রাজ্যের তথ্যপ্রযুক্তি এবং শিল্পখাতে নতুন কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আনবে বলে আশা করা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.