কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের থেকে নেওয়া টাকা ফেরালেন অভিনেতা বনি সেনগুপ্ত ও পার্লার মালকিন সোমা চক্রবর্তী।
ইডি সূত্রে খবর, গতকাল (বৃহস্পতিবার) সন্ধেয় সোমা ও বনি দু’জনই কুন্তলের অ্যাকাউন্টে তাঁর থেকে নেওয়া পুরো টাকা ফেরত দিয়েছেন। সোমা জানিয়েছেন, ব্যবসার প্রয়োজনে তিনি কুন্তলের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। অন্য দিকে, বনি ইডিকে জানিয়েছিলেন, কুন্তলের দেওয়া ৪০ লক্ষ টাকায় তিনি গাড়ি কিনেছিলেন।
ইডি সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তলের অ্যাকাউন্ট থেকে যে টাকা লেনদেন হয়েছিল, তার মধ্যে এক কোটি টাকা উদ্ধার করা হয়েছে। বনি সেনগুপ্ত ইতিমধ্যেই ৪০ লক্ষ টাকা ফেরত দিয়েছেন।, ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা ফিরিয়েছেন সোমা চক্রবর্তী।
এ দিকে ইডি সূত্রে খবর, একা বনি নন, নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে কুন্তলের সঙ্গে টলিউডের আরও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর যোগ পেয়েছেন তদন্তকারীরা প্রয়োজনে তাঁদেরও তলব করা হতে পারে বলে খবর।