এ বার বরানগরে পারিবারিক খুনের ঘটনা। টাকার জেরে বাবাকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বরানগরের ২৪ নম্বর শিশির কুমার দাওয়ান রোডে। মৃতের নাম ললিতকুমার অধিকারী (৭৪)। অভিযুক্ত ছেলে গৌতম অধিকারী (৫২), পেশায় অটোচালক, দীর্ঘদিন ধরেই নেশাগ্রস্ত বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, বুধবার সকালে বাবার কাছে টাকা চায় গৌতম। কিন্তু ললিতকুমার তা দিতে অস্বীকার করলে দু’জনের মধ্যে বচসা বাঁধে। এরপরেই গৌতম বালিশ চাপা দিয়ে বাবাকে খুন করে বলে অভিযোগ।
জানা গিয়েছে, অপরাধের পর নিজেই বরানগর থানায় গিয়ে আত্মসমর্পণ করে গৌতম। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজে ময়নাতদন্তে পাঠিয়েছে।
পরিবার সূত্রে খবর, গৌতম স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়িতে থাকলেও মাঝেমধ্যে বাবার কাছে আসত। বহুবার সে নেশার জন্য টাকা চাইত। ললিতের মেয়ে রেণু অধিকারীর কথায়, “ভাই যে এমনটা করতে পারে, ভাবতেই পারিনি। বাবাকে প্রায়ই নেশার টাকা চাইত। কিন্তু খুন… এটা মেনে নেওয়া কঠিন।”
পুলিশের প্রাথমিক অনুমান, টাকা-পয়সা এবং পারিবারিক অশান্তির জেরেই এই খুন। তবে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ।