বাংলাদেশে আটক থাকা সোনালি বিবিকে দেশে ফেরানোর প্রক্রিয়া অবশেষে শুরু হচ্ছে। মানবিকতার খাতিরে তাঁকে ফিরিয়ে আনতে রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার—মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই তথ্য জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। বাংলাদেশ আদালত ইতিমধ্যেই সোনালি বিবিকে জামিন দিয়েছে। কিন্তু তিনি এখনও সেখানেই রয়েছেন। ফলে প্রশ্ন—তাহলে কি আজ, বুধবারই তিনি সীমান্ত পেরোবেন?
আদালতের চাপ, কেন্দ্রের নড়াচড়া
সুপ্রিম কোর্ট ও কলকাতা হাই কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল সোনালি ও তাঁর নাবালক সন্তানকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে। অভিযোগ ছিল—আদালতের নির্দেশের পরও কেন্দ্র কোনও পদক্ষেপ করছে না। আদালত ও রাজ্যের বাড়তি চাপের মুখেই কি অবশেষে কেন্দ্র নতি স্বীকার করল—জল্পনা রাজনৈতিক মহলে তুঙ্গে।
সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ
সুপ্রিম কোর্ট জানিয়েছে,
- সোনালিকে সব ধরনের চিকিৎসা সহায়তা দিতে হবে রাজ্যকে।
- তাঁকে বীরভূমে বাবার বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
- বীরভূমের চিফ মেডিকেল অফিসার সোনালির পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেবেন।
- সমস্ত চিকিৎসা খরচ দেবে রাজ্য সরকার।
এই মামলার পরবর্তী শুনানি ১২ ডিসেম্বর।
কবে ফিরবেন সোনালি? উৎকণ্ঠায় পরিবার
সোনালির বাবা বদু শেখ প্রতিটি মুহূর্তে অপেক্ষায়। জামিনের খবর পেয়ে চোখে জল এলেও উদ্বেগ কিছুতেই কাটছে না। তাঁর কথায়, “মেয়ে অন্তঃসত্ত্বা। কী অবস্থায় আছে—ভাবলেই বুক কেঁপে ওঠে। দেশে ফিরবে কবে—না দেখা পর্যন্ত শান্তি নেই।”
সোনালিও আবেদন জানিয়েছেন—যত দ্রুত সম্ভব তাঁকে ভারতে ফেরানো হোক। তাঁর ইচ্ছা, সন্তানের জন্মভারতেই হোক।
মমতা–অভিষেকের প্রতি কৃতজ্ঞতা
সোনালি বিবি ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে। তাঁর কথায়, তাঁদের নিরবচ্ছিন্ন উদ্যোগেই মুক্তির পথ খুলেছে।
কীভাবে পৌঁছলেন বাংলাদেশে?
- দিল্লিতে গৃহপরিচারিকার কাজ করার সময় বাংলা বলার কারণে তাঁদের বাংলাদেশি বলে চিহ্নিত করে দিল্লি পুলিশ।
- এরপর বিএসএফ তাঁদের অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে।
- ২০ আগস্ট বাংলাদেশ পুলিশ তাঁদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে আটক করে চাঁপাইনবাবগঞ্জ সংশোধনাগারে বন্দি রাখে।
বাংলাদেশ আদালতের জামিনের পর থেকেই বাড়ছিল সোনালিদের ফেরানো নিয়ে চাপ।
এখন নজর—ফেরার তারিখে
কেন্দ্র অবশেষে জানিয়ে দিয়েছে—সরকারি নিয়ম মেনেই ফেরানো হবে সোনালিদের। এখন নজর—কবে তাঁকে দেশে ফিরিয়ে আনা হবে। পরবর্তী শুনানির আগেই কি ফেরত পাবেন সোনালি? উত্তরের অপেক্ষায় পরিবার, রাজ্য প্রশাসন ও আদালত।