কলকাতা: কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার দিনভর দফায় দফায় বৃষ্টি । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। তবে বর্ষার বিরাম এখনই নয়। আগামী ছয় দিন ধরে দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। যার মধ্যে কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। এই জেলাগুলিতে ‘কমলা’ সতর্কতা ছিল, যেখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামের জন্য ‘লাল’ সতর্কতা জারি করা হয়। এ ছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এবং নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা ছিল।
শনিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এবং পূর্ব মেদিনীপুরে আবহাওয়া দফতরের তরফ থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। অন্য জেলাগুলিতে শনিবার আর কোনও সতর্কতা নেই।
আলিপুর আবহাওয়া দফতরের মতে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই শনিবার থেকে আগামী ছ’দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই কালীপুজোতেও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা। উত্তরে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।