প্রথম পাতা খবর দক্ষিণ দিল্লির শোরুমে বিধ্বংসী আগুন, ৪ ঘণ্টার প্রচেষ্টায় নিভল শোরুমের আগুন

দক্ষিণ দিল্লির শোরুমে বিধ্বংসী আগুন, ৪ ঘণ্টার প্রচেষ্টায় নিভল শোরুমের আগুন

300 views
A+A-
Reset

ডেস্ক: দক্ষিণ দিল্লির লাজপত নগর সেন্ট্রাল মার্কেটে বিধ্বংসী আগুন । ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩০টি ইঞ্জিন। জানা গিয়েছে, দিল্লির লাজপত নগরের এক কাপড়ের দোকানে প্রথম আগুনটি লেগেছিল।


দমকল সূত্রে খবর, শনিবার সকালে লাজপত নগরের একটি কাপড়ের শোরুমে আচমকা আগুন লাগে। সকালে ১০টা ২০ মিনিট নাগাদ স্থানীয়রা ওই শোরুম থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। তখনই খবর দেওয়া হয় দমকলে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় ১৬টি ইঞ্জিন। আগুন আয়ত্তে না আসায় ফের একাধিক ইঞ্জিন পাঠানো হয়। এখনও পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছেছে ৩০টি ইঞ্জিন। তা সত্ত্বেও এখনও আগুন আয়ত্তে আনা সম্ভব হয়নি। ওই শোরুমে আচমকা আগুন লাগার ফলে পুড়ে গিয়েছে আশপাশের একাধিক ছোটো দোকান। তবে আগুন কীভাবে লাগল তা এখনও জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন: মৃতের সংখ্যা ফের চার হাজার, দৈনিক আক্রান্তের সংখ্যা ৭০ দিনে সর্বনিম্ন

ঘটনাস্থলে দমকলের পাশাপাশি রয়েছে পুলিশ। এলাকাটি যথেষ্ট ঘন জনবসতিপূর্ণ। যদিও এখনও কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও সঠিকভাবে বলা সম্ভব হয়নি এখনও।শেষ খবর পাওয়া অবধি, বর্তমানে আগুন নিয়ন্ত্রণেএসেছে। বর্তমানে দমকলকর্মীরা ল্যাডারের মাধ্যমে শোরুম ও আশেপাশের দোকনগুলিকে জল দিয়ে ঠান্ডা চেষ্টা করছেন। আশেপাশের দোকানগুলিকেও খালি করা হচ্ছে, যাতে দাহ্য পদার্থের সংস্পর্শে এসে আগুন আরও ছড়িয়ে না পড়ে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.