সাধনা দাস বসু : রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি শুরু হতে চলেছে ১২ নভেম্বর থেকে। এক মাস ধরে এই কর্মসূচি চলবে, যার মাধ্যমে ভোটার তালিকা সংশোধন ও পরিমার্জনের কাজ করা হবে। সংশোধন কর্মসূচি শুরুর আগে ১১ নভেম্বর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব একটি সর্বদল বৈঠকের আয়োজন করেছেন। ওই বৈঠকে স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলির মতামত নিয়ে তারপরেই তালিকা সংশোধনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন, ভোটার তালিকায় নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্তি, সংশোধন ও পরিমার্জনের জন্য অনলাইনে আবেদন করার সুবিধাও রাখা হয়েছে। এই কর্মসূচির ফলে যেসব ভোটার এখনও নিজেদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেননি, তাঁরা সহজেই এই সুযোগের মাধ্যমে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন।
আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে এই সংশোধন কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভোটারদের সঠিক তালিকা নিশ্চিত করতে এই কর্মসূচি।
২৫ নভেম্বর থেকে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন, জানালেন স্পিকার