সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী অল্পের জন্য রক্ষা পেলেন ওডিশার পুরীতে। সমুদ্রে জয় রাইডে অংশ নিতে গিয়ে তাঁদের স্পিডবোট উলটে যায়।
পুরীর সমুদ্র সৈকতে ছুটি কাটাতে গিয়ে তাঁরা স্পিডবোটে ওঠেন। সেই সময় সমুদ্র ছিল উত্তাল। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, উলটে যাওয়া স্পিডবোট থেকে লাইফগার্ডরা রাবারের ভেলার সাহায্যে পর্যটকদের উদ্ধার করছেন।
অর্পিতা গঙ্গোপাধ্যায় অভিযোগ করেছেন, যাত্রীসংখ্যা কম থাকায় নৌকাটি হালকা হয়ে পড়ে, যার ফলে তা উলটে যায়।
তিনি বলেন, “সমুদ্র ছিল খুবই উত্তাল। বোটে ১০ জনের বসার জায়গা থাকলেও, অর্থলোভে মাত্র তিন-চারজন যাত্রী নিয়েই ওরা পাঠিয়ে দেয়। এটাই ছিল দিনের শেষ বোট। আমরা না যেতে চাইলে ওরা বলে, ঠিক আছে, কিছু হবে না।”
তিনি বলেন, “সমুদ্রে ঢোকার কিছুক্ষণের মধ্যেই একটি বিশাল ঢেউ এসে ধাক্কা মারে। যদি লাইফগার্ডরা না থাকতেন, তাহলে আমরা বাঁচতাম না। এখনও মানসিকভাবে ভেঙে পড়েছি। জীবনে এমনটা কখনও ঘটেনি। যদি আরও কয়েকজন থাকতেন, হয়তো বোটটা উলটে যেত না।”
তিনি আরও বলেন, “এই জলক্রীড়া বন্ধ করা উচিত। পুরীর সমুদ্র অত্যন্ত বিপজ্জনক। কলকাতায় ফিরে আমি সুপারিনটেনডেন্ট অব পুলিশ ও মুখ্যমন্ত্রীকে চিঠি লিখব যাতে এই ধরনের স্পোর্টস বন্ধ হয়।”