নয়াদিল্লি: দিল্লি থেকে পুণেগামী স্পাইসজেটের একটি বিমানে বোমাতঙ্ক! ওই বিমানে বোমা রয়েছে বলে ফোনে হুমকি দেওয়া হয়। এর পরেই শুরু হয় জোর তল্লাশি। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটির উড়ে যাওয়ার কথা ছিল।
A call regarding a bomb in Pune-bound Spicejet flight from Delhi was received before the takeoff. CISF & Delhi Police are on alert. Flight being checked at Delhi Airport: Delhi Police pic.twitter.com/nQLrtSOqlv
শেষ পাওয়া খবর অনুযায়ী,কর্তৃপক্ষ বিমানটিতে চিরুনি তল্লাশি চালাচ্ছেন, কিন্তু এখনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ডাকা হয়েছে বম্ব স্কোয়াডকে। আধাসামরিক বাহিনী সিআইএসএফ এবং দিল্লি পুলিশকেও প্রস্তুত রাখা হয়েছে।