প্রথম পাতা খবর এসএসসি অযোগ্য তালিকায় বিজেপি অনেকে, সুর চড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এসএসসি অযোগ্য তালিকায় বিজেপি অনেকে, সুর চড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

135 views
A+A-
Reset

সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) প্রকাশ করল ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকা। ১ হাজার ৮০৪ জনের নামের পাশাপাশি পরে আরও দু’জনের নাম যোগ হয়। এই তালিকাতেই উঠে এসেছে শাসক ঘনিষ্ঠদের নাম। বিষয়টি ঘিরে রাজ্য জুড়ে তীব্র আলোচনা চলছে।

এবার পালটা সুর চড়ালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কেবল তৃণমূল নয়, তালিকায় বিজেপির অনেকের নামও রয়েছে। শনিবার রাতে সাংবাদিকদের তিনি বলেন, “অযোগ্যদের মধ্যে বিজেপির লোকও আছে, যারা শুভেন্দুর সময়ে চাকরি পেয়েছিল। খবরেই তো বেরিয়েছে বিজেপি নেত্রীর নাম। আগে তৃণমূল করত, এখন বিজেপি করে। সব শুভেন্দু অধিকারী করিয়েছে।”

তিনি আরও প্রশ্ন তোলেন, “দুটো মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ – যেখানে যেখানে শুভেন্দু অধিকারীর অপারেশন ছিল, সেখানে কী হয়েছিল? রাজনৈতিক কথা বলে বাজার ফাটিয়ে লাভ নেই। যার যা ক্ষমতা আছে, হিম্মত থাকলে সুপ্রিম কোর্টে মামলা করুন। বলুক এই যে তালিকা বেরিয়েছে, এটা ঠিক নয়।”

তৃণমূল সাংসদ আরও বলেন, “এসএসসি অভিযান আটকানো যাবে না। ওটা গণতান্ত্রিক অধিকার।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামিমরা যাদের হয়ে মামলা করেছিলেন, তাদের কেউ চাকরি পাননি।

প্রাক্তন বিচারপতি এবং বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে কল্যাণের বক্তব্য, “যতদিন বিচারক ছিলেন ততদিন বিকাশদার এক-দু’জন জুনিয়র এত টাকা তুলেছে, ভাবতে পারবেন না।” এই ঘটনারও তদন্ত হওয়া উচিত বলে তিনি দাবি করেছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.