প্রথম পাতা খবর নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

21 views
A+A-
Reset

নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল এই সপ্তাহে প্রকাশের কথা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে গেল। এসএসসি সূত্রে জানা গিয়েছে, শনিবার ফল ঘোষণা হওয়ার সম্ভাবনা থাকলেও প্রযুক্তিগত ও নথি যাচাই সংক্রান্ত বিষয় খুঁটিয়ে দেখতে চাওয়ার ফলে সিদ্ধান্ত বদলেছে কমিশন। এখন আশা করা হচ্ছে, আগামী সপ্তাহের সোমবার ফলাফল প্রকাশ করা হতে পারে।

শিক্ষা দফতরের একাধিক কর্তা জানিয়েছেন, একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফল ঘোষণার সময় একাধিক ভুল সামনে আসে। অনেক পরীক্ষার্থী ওয়েবসাইটে ফল দেখতে পাননি। পরবর্তী সময়ে ফলাফলে গরমিল, অযোগ্য প্রার্থীর নাম ইন্টারভিউ তালিকায় উঠে আসা, এবং নথি যাচাইয়ের সময় ২৬ জন ভুয়ো নথি জমা দেওয়া প্রার্থীর সন্ধান পাওয়ায় কমিশন এবার কোনও ঝুঁকি নিতে চাইছে না। সেই কারণেই নবম–দশমের ফলপ্রকাশের আগে সমস্ত নথি ও তথ্য আরও এক দফা খতিয়ে দেখা হচ্ছে।

নবম–দশম শ্রেণির পরীক্ষায় মোট ২৩,২১২টি শূন্যপদে নিয়োগের জন্য ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন পরীক্ষার্থী বসেছিলেন। মোট ১১টি বিষয়ে অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষা। কমিশন জানিয়েছে, শূন্যপদের সংখ্যা আরও বাড়তে পারে এবং সেই হালনাগাদ তথ্য ইন্টারভিউ ও নথি যাচাইয়ের আগে প্রকাশ করা হবে।

ফল প্রকাশ হলে পরীক্ষার্থীরা এসএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটে রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে লগ ইন করে ফলাফল দেখতে পারবেন। ফল ঘোষণার পরেই ইন্টারভিউয়ের জন্য ডাকা প্রার্থীদের তালিকাও প্রকাশ করবে কমিশন। ফল ঘোষণায় দেরি হলেও এবার ভুল এড়াতেই বাড়তি সময় নিয়ে সতর্ক পদক্ষেপ করছে এসএসসি, এমনটাই মনে করছে শিক্ষা মহল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.