এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বেআইনিভাবে নিয়োগের অভিযোগে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করা হল। শুধু তাইই নয়, তাঁকে কর্মজীবনের বেতনের সব টাকা ফেরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে এই বেতন।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্ত্রী পরেশ অধিকারীর মেয়েকে আর বেতন না দেওয়ার জন্য শুক্রবার ডিআই-কে নির্দেশ দেন। একইসঙ্গে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়েকে ২০২০ থেকে যাবতীয় বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেন তিনি। নির্দেশ দেন, দুই কিস্তিতে ফেরাতে হবে বেতন। প্রথম কিস্তির টাকা মেটাতে হবে ৭ জুনের মধ্যে। দ্বিতীয় কিস্তির টাকা মেটাতে হবে ৭ জুলাইয়ের মধ্যে। পাশাপাশি, বিচাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্ত্রীকন্যাকে স্কুলে ঢুকতেও বারণ করে দেন। বিচাপতি বলেন, আপাতত ফাঁকা থাকবে তাঁর পোস্ট। ওই ফাঁকা পোস্টে অগ্রাধিকার পাবেন মামলাকারী ববিতা সরকার।