প্রথম পাতা খবর দ্রুত প্রকাশ করতে হবে যোগ্য-অযোগ্যদের তালিকা…, এসএসসি ভবনের সামনে অনশনে চাকরিহারারা

দ্রুত প্রকাশ করতে হবে যোগ্য-অযোগ্যদের তালিকা…, এসএসসি ভবনের সামনে অনশনে চাকরিহারারা

223 views
A+A-
Reset

এসএসসি ভবনের সামনে আজ থেকে অনশনে বসেছেন চাকরিহারারা। বেলা এগারোটা থেকে শুরু হয়েছে এই আন্দোলন। তাঁদের দাবি, দ্রুত প্রকাশ করতে হবে যোগ্য ও অযোগ্যদের তালিকা এবং ওএমআর স্ক্রিপ্টের মিরর ইমেজ। যতক্ষণ না এই দাবি মানা হচ্ছে, ততক্ষণ অনশন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

বুধবার থেকেই এসএসসি দফতরের সামনে অবস্থান করছিলেন চাকরিহারাদের একাংশ। সেই অবস্থান থেকেই চার জন আন্দোলনকারী আজ অনশনে বসেছেন। তাঁদের তরফে সুমন বিশ্বাস জানান, এসএসসি চেয়ারম্যান যোগ্যদের তালিকা প্রকাশের কথা বললেও, দিনক্ষণ স্পষ্ট করেননি। তাঁর মতে, তালিকা প্রকাশে দেরির কোনও যুক্তি নেই, কারণ মিরর ইমেজ অনলাইনে আছে।

সুমন আরও জানান, বুধবার রাতভর তাঁরা শান্তিপূর্ণভাবে অবস্থান করলেও পুলিশ ত্রিপল বিছানোর অনুমতি দেয়নি। তাই বাধ্য হয়েই রোদবৃষ্টির মধ্যে অনশন করার সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁদের।

এর পাশাপাশি বুধবার ডিআই অফিস ঘেরাও কর্মসূচি পালনের সময় কসবায় চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জে উত্তেজনা ছড়ায়। সেই ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন চাকরিহারারা। শুক্রবার আবার এসএসসি অভিযানে নামবেন তাঁরা।

সুমন বলেন, “আমরা আগেই জানিয়েছি, আত্মত্যাগের জন্য আমরা প্রস্তুত। তাই এবার লাগাতার অনশনে বসছি। আপনারাও পাশে থাকুন, সমর্থন করুন।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.