প্রথম পাতা খবর সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি প্রকাশ করল ‘দাগি অযোগ্য’দের তালিকা, নাম রয়েছে ১৮০৪ জনের

সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি প্রকাশ করল ‘দাগি অযোগ্য’দের তালিকা, নাম রয়েছে ১৮০৪ জনের

103 views
A+A-
Reset

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবশেষে প্রকাশ্যে এল স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ‘দাগি অযোগ্য’ প্রার্থীদের তালিকা। শনিবার সন্ধ্যায় কমিশনের ওয়েবসাইটে এই তালিকা আপলোড করা হয়। তাতে মোট ১৮০৪ জনের নাম ও রোল নম্বর রয়েছে। আদালতের নির্দেশ ছিল সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে। সেই সময়সীমার মধ্যেই তালিকা প্রকাশ করল এসএসসি।

তবে তালিকা প্রকাশের আগে কমিশনের দফতরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। শনিবার দুপুরে প্রথমে একটি খসড়া তালিকা প্রকাশ্যে এলেও সেটি ওয়েবসাইটে আপলোড করা হয়নি। পরে কমিশন সেটি প্রত্যাহার করে নেয়। এর পরেই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কমিশন দফতরে পৌঁছে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং আইনি পরামর্শ নেন। সবশেষে শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে তালিকা প্রকাশ করা হয়।

আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর এসএসসির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ‘দাগি অযোগ্য’ প্রার্থীরা এই পরীক্ষায় বসতে পারবেন না। তাই পরীক্ষার আগে এই তালিকা প্রকাশকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল কেন এখনও পর্যন্ত এই তালিকা প্রকাশ করা হয়নি। আদালতের পর্যবেক্ষণ ছিল, “দাগি (টেন্টেড) অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছিল কলকাতা হাই কোর্ট। আমরা সেই নির্দেশে হস্তক্ষেপ করিনি। তার পরেও কেন তালিকা প্রকাশ হয়নি?”

আদালতের সেই কড়া পর্যবেক্ষণের পরই পদক্ষেপ করে কমিশন। শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় ১৮০৪ জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করে এসএসসি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.