প্রথম পাতা খবর নির্বিঘ্নেই সম্পন্ন এসএসসি-র দ্বিতীয় দফা পরীক্ষা, ডিসেম্বরের মধ্যে নিয়োগ

নির্বিঘ্নেই সম্পন্ন এসএসসি-র দ্বিতীয় দফা পরীক্ষা, ডিসেম্বরের মধ্যে নিয়োগ

76 views
A+A-
Reset

স্বচ্ছতার সঙ্গে নির্বিঘ্নেই সম্পন্ন হল স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) দ্বিতীয় দফা পরীক্ষা। শনিবার পরীক্ষা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান, এবছর পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে একাধিক নয়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে কমিশনের ওয়েবসাইটে মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা চাইলে সেই উত্তরপত্র নিয়ে পাঁচ দিনের মধ্যে নিজেদের আপত্তি ওয়েবসাইটেই জানাতে পারবেন। উত্তরপত্র দুই বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, নভেম্বর থেকে ইন্টারভিউ শুরু হবে এবং ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে নিয়োগ সম্পূর্ণ করা হবে। এসএসসি চেয়ারম্যানও বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি ব্রাত্য বসু জানান, প্রতিটি উত্তরপত্রের স্ক্যান করা ইমেজ ১০ বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে।

পরিসংখ্যান অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন ২ লক্ষ ৪৬ হাজারেরও বেশি প্রার্থী। আবেদনকারীদের মধ্যে প্রায় ৯৩ শতাংশই পরীক্ষায় বসেছেন। এর মধ্যে উত্তরপ্রদেশ, বিহারের মতো ভিনরাজ্য থেকেও ১৩ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর আগে ৭ সেপ্টেম্বরের পরীক্ষায় ভিনরাজ্য থেকে অংশ নিয়েছিলেন ৩১ হাজার ৩৬২ জন। এই তথ্য তুলে ধরে শিক্ষামন্ত্রী সেসব রাজ্যের ‘ডবল ইঞ্জিন’ সরকারকে কটাক্ষ করতে ভোলেননি।

এসএসসি সূত্রে জানা গিয়েছে, একাদশ-দ্বাদশ শ্রেণির হিন্দি শিক্ষকের জন্য শূন্যপদ রয়েছে ৩৭০টি। সেই কারণেই ভিনরাজ্যের প্রার্থীদের সংখ্যা বেশি। কমিশন জানিয়েছে, ইন্টারভিউ শেষ হওয়ার পর যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে এবং ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।

২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্যানেল সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়ার পর নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। তাই ৭ এবং ১৪ সেপ্টেম্বর দুই দফায় পরীক্ষা নেওয়া হয়। এখন অপেক্ষা চাকরিপ্রার্থীদের— স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.