প্রথম পাতা খবর বিশ্বের মধ্যে সেরার সেরা হাসপাতালের শিরোপা পেল SSKM

বিশ্বের মধ্যে সেরার সেরা হাসপাতালের শিরোপা পেল SSKM

292 views
A+A-
Reset

রাজ্যের মুকুটে ফের একটা মুক্তো যোগ হল বলা যেতেই পারে। অনেকদিন ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করে আসছিলেন যে, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা দেশের মধ্যে সেরা। এবার মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যই যেন প্রমাণিত হল। দেশের মধ্যে সেরার সেরা শিরোপা পেল এসএসকেএম হাসপাতাল।

পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে রোগী পরিষেবা, গবেষণা, সুপার স্পেশ্যালিটি কেয়ার-সহ একাধিক বিষয়কে গুরুত্ব দিয়ে বিশ্বের অন্যতম সেরা হাসপাতালের তালিকায় স্থান করে নিল পিজি বা কলকাতার এসএসকেএম হাসপাতাল। অবশ্য একইসঙ্গে এই তালিকায় স্থান পেয়েছে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স বা এইমস।

এই শিরোপা দেওয়া হয়েছে বেসরকারি সংস্থা ‘নিউজ উইক’ এর তরফে। আন্তর্জাতিক এই সংস্থা ইউরোপ, লাতিন আমেরিকা, এশিয়ার সরকারি ও বেসরকারি রোগী পরিষেবা, গবেষণা, সুপার স্পেশ্যালিটি কেয়ার নিয়ে একটি সমীক্ষা চালায়। সংস্থার গ্লোবান ইন চিফ ন্যান্সি কুপার এবং সিইও ড. ফ্রেডরিখ এর তরফে রাজ্যের এই নতুন সম্মান প্রাপ্তির বিষয়টি জানানো হয়েছে। এসএসকেএম হাসপাতালের অধিকর্তা ড. মণিময় বন্দ্যোপাধ্যায় এই বিশেষ সম্মান প্রাপ্তির কথা জানিয়েছেন।

গত ২ মার্চ আন্তর্জাতিক সংস্থা ‘নিউজ উইক’ তাদের করা এই সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে অনলাইন সমীক্ষায় বলা হয়েছে রোগী পরিষেবার ক্ষেত্রে সর্বোত্তম বিকাশ ঘটিয়েছে, গবেষণার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রেখেছে। এবং এই সমীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন প্রায় ৮০ হাজার চিকিৎসক, হাসপাতাল ম্যানেজার এবং হেলথ কেয়ার প্রফেশনাল। তাঁদের বিচারেই এসএসকেএম হাসপাতালকে সেরার তালিকাভুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।

রাজ্যের একমাত্র মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এসএসকেএম। যেখানে প্রতিটি বিভাগকে সুপার স্পেশ্যালিটি হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। স্পোর্টস মেডিসিন, ক্যানসার গবেষণা, নিউরো অর্থো, ইএনটি এবং হেমাটোলজিতে উৎকর্ষ দেখিয়েছে। কোভিডকালে করোনা ভাইরাসের পার্শ্বপ্রতিক্রিয়া এবং মিউকোরমাইকোসিসের উপর গবেষণা দেশের মধ্যে সাড়া ফেলেছিল। আইসিএমআরেরও (ICMR) স্বীকৃতি পেয়েছে। ইউরোপ, আমেরিকা, এশিয়া সহ বিশ্বের মোট ২৭টি হাসপাতালের মধ্যে অন্যতম সেরার শিরোপা জিতে নিল বাংলার গর্ব এসএসকেএম হাসপাতাল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.