প্রথম পাতা খবর বিহারের গোপালগঞ্জে পুজোমণ্ডপের কাছে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু, আহত অনেকে

বিহারের গোপালগঞ্জে পুজোমণ্ডপের কাছে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু, আহত অনেকে

538 views
A+A-
Reset

মহানবমীর (সোমবার, ২৩ অক্টোবর) রাতে বিহারের গোপালগঞ্জে বড়ো দুর্ঘটনা। এলাকার রাজাদল দুর্গাপুজো মণ্ডপের কাছে মেলা দেখতে এসে পদপিষ্ট হওয়ার ঘটনা। এ দুর্ঘটনায় এক শিশু-সহ দুই মহিলার মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে রয়েছে একটি পাঁচ বছরের শিশু। দুর্ঘটনায় এক ডজনেরও বেশি লোক আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে। চিকিৎসার জন্য আহতদের সদর হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

পুলিশ সুপার স্বর্ণ প্রভাত জানিয়েছেন, শহরের রাজাদল এলাকার একটি পুজোয় এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, দুর্গাপুজোর প্যান্ডেলের পাশেই বসেছে মেলা। প্রতিদিনের মতো ঠাকুর দেখে মেলায় ঘুরতে যাচ্ছিলেন জনতা। কিন্তু নবমীর রাতে ভিড় যেন উপচে পড়েছিল। মেলার মধ্যে ভিড়ের চাপে তিন জন প্রাণ হারান। মৃতদের নাম দিলীপ রাম (৫), উর্মিলা দেবী (৫৫) এব‌ং শান্তি দেবী (৬০)।

ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলে যান পুলিশ সুপার এবং জেলাশাসক। তাঁরাই তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। প্রশাসন বলছে, একটি শিশু ভিড়ের মধ্যে পড়ে যায় এবং তাকে বাঁচাতে গিয়ে দুই মহিলা চাপা পড়ে যান। তিন জনেরই মৃত্যু হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.