প্রথম পাতা খবর বর্ধমান স্টেশনে ছুটির সন্ধ্যায় পদপিষ্টের ঘটনায় আতঙ্ক! আহত অন্তত ৭ যাত্রী, তদন্তে রেল

বর্ধমান স্টেশনে ছুটির সন্ধ্যায় পদপিষ্টের ঘটনায় আতঙ্ক! আহত অন্তত ৭ যাত্রী, তদন্তে রেল

9 views
A+A-
Reset

ছুটির সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনা ঘটল বর্ধমান রেল স্টেশনে। রবিবার সন্ধ্যায় ট্রেন ধরতে যাত্রীদের ভিড়ে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন অন্তত ৭ জন। আহতদের দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

রেল সূত্রে জানা গিয়েছে, প্রায় একই সময়ে বর্ধমান স্টেশনের ৪, ৬ ও ৭ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল তিনটি ট্রেন। সেই ট্রেন ধরতে হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামছিলেন যাত্রীরা। হঠাৎই সংকীর্ণ সিঁড়িতে ভিড় বেড়ে যায়, আর তাতেই ঘটে পদপিষ্টের মতো পরিস্থিতি। একে একে আহত হন অন্তত ৭ জন যাত্রী। রেল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ উদ্ধারকারী দল পাঠিয়ে আহতদের হাসপাতালে পাঠায়।

রেল প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুমান, অতিরিক্ত ভিড় ও পর্যাপ্ত যাত্রী নিয়ন্ত্রণের অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, কয়েক বছর আগে এই একই বর্ধমান স্টেশনে জলাধার ভেঙে পড়ে প্রাণহানির ঘটনা ঘটেছিল। তারপর থেকেই স্টেশনের নিরাপত্তা ব্যবস্থায় একাধিক পদক্ষেপ নেওয়া হলেও যাত্রীদের অভিযোগ, ১ নম্বর প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোথাও এস্কেলেটর সচল নেই। ফলে যাত্রীদের সিঁড়ি দিয়েই ওঠানামা করতে হয়।

রেল সূত্রে আরও জানা গেছে, আজকের দুর্ঘটনা ঘটেছে ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের সংযোগকারী সিঁড়িতে নামার সময়। ঘটনাটির পর রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে যাত্রী নিয়ন্ত্রণে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগে ভরপুর যাত্রীদের পরিবার। অনেকেই ফোনে প্রিয়জনদের খোঁজ নিচ্ছেন, কেউ আবার স্টেশনে পৌঁছে যাচ্ছেন তথ্য জানার জন্য।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.