বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করল রাজ্যের বাকি ১০৮টি পুরসভা কেন্দ্রের ভোট বিজ্ঞপ্তি। আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রাজ্যের ১০৮ পুরসভার ভোট গ্রহণ পর্ব। তবে তার আগে আগামী ১২ ফেব্রুয়ারি আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর ও চন্দননগরে পুর ভোট হওয়ার যেমন কথা রয়েছে সেভাবেই হবে ভোট গ্রহণ।
সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে এবং ইভিএমেই হবে ভোট গ্রহণ। এর পাশাপাশি কোভিড-বিধি মেনে এই ভোট পর্ব সম্পন্ন করবার নির্দেশও দেওয়া হয়েছে কমিশনের তরফে।
এই বছরের ১ জানুয়ারি-র ভোটার তালিকা মেনেই হবে ভোট গ্রহণ। যদিও হাওড়ার ভোট নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলেই জানান হয়েছে। নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা সেই বিষয় নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ধার্য হয়েছে আগামী ৯ ফেব্রুয়ারি এবং স্ক্রুটিনি করা হবে ১০ ফেব্রুয়ারি। নাম প্রত্যাহারের শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার থেকেই চালু হয়ে যাবে আদর্শ আচরণবিধি। নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলেও এখনও গণনার দিন জানানো হয়নি রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে।