415
কলকাতা: কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ১,৬৪৭ কোটি টাকা পেল নবান্ন। পঞ্চদশ অর্থ কমিশনের থেকে বৃহস্পতিবার আরও ৯৯৬ কোটি টাকা পাঠানো হয়েছে। দু’দিন আগেই, গত ২২ অগস্ট পঞ্চদশ অর্থ কমিশনের থেকে বাংলার জন্য ৬৫১ কোটি টাকা পাঠানো হয়েছিল।
দু’দিনের মধ্যে সব মিলিয়ে চলতি সপ্তাহে মোট প্রায় ১,৬৪৭ কোটি টাকা কেন্দ্র থেকে পেল রাজ্য। নবান্ন সূত্রে খবর, দ্রুত এই টাকা পঞ্চায়েত ও পুরসভাগুলিতে পাঠিয়ে দিতে বলেছে কেন্দ্র। না হলে বাড়তি সুদ গুনতে হবে রাজ্য সরকারকে।
জানা গিয়েছে, এক বছরের মধ্য়ে মোট টাকার ৬০ শতাংশ খরচ করতে পারলে বাকি বরাদ্দও দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।