রাজ্যে করোনা প্রতিরোধে ইতমধ্যেই বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। কিন্তু তারপরেও বাঁধ মানছেনা করোনা। এবার তাই রাজ্য প্রশাসনের মাথায় আরও বেশি কঠোর হওয়ার ভাবনা।
রাজ্য জুড়ে বেশ কিছু বিধিনিষেধের পরেও প্রায় প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই কারণেই এ্যার বিধিনিষেধ আরও কঠোর করবার ভাবনা কাজ করছে রাজ্যের প্রশাসনিক মহলে।
করোনা সংক্রমণের জেরে রাজ্যের বেগতিক পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই ঝাঁপিয়েছে রাজ্য সরকার। ফের একবার বন্ধ করে দেওয়া হয়েছে যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান। ট্রেনের সময় ও যাত্রী সংখ্যাও নিয়ন্ত্রণ করে হচ্ছে। কিন্তু তারপরেও কিছুতেই যেন রাশ টানা যাচ্ছেনা করোনায়।
শোনা যাচ্ছে, কিছুদিনের জন্য সম্পূর্ণ রূপে বন্ধ করে দেওয়া হতে পারে শপিং মল। এছাড়াও একাধিক ক্ষেত্রে জারি হতে পারে কড়া নিষেধাজ্ঞা। যদিও এবিষয়ে রাজ্যের তরফে এখনও কোনও নির্দেশিকা জারি করা হয়নি। মনে করা হচ্ছে আগামী ১৫ জানুয়ারির মধ্যেই এই ব্যাপারে রাজ্যের পরবর্তী নির্দেশিকা সামনে আসবে।