কলকাতা: বৃহস্পতিবার প্রয়াত হলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহা। বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মন্ত্রী। তাঁর বয়স হয়েছিল ৬৯।
জানা গিয়েছে, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন সাগরদিঘির বিধায়ক। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে। সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন। তারপরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। বেলা ১১টা নাগাদ প্রয়াত হন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি গলব্লাডার অপারেশন হয়েছিল তাঁর। তখন কলকাতায় ছিলেন তিনি বেশ কয়েকদিন। তারপর সুস্থ হয়ে বুধবার দিনই মুর্শিদাবাদে ফেরেন। তখন সব স্বাভাবিকই মনে হচ্ছিল। তবে এ দিন আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি।
প্রসঙ্গত, ২০১১ সালে সাগরদিঘি থেকে মুর্শিদাবাদ জেলার একমাত্র তৃণমূল বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন সুব্রত সাহা। টানা ৩ বার ওই কেন্দ্র থেকে বিধায়ক হন তিনি। সুব্রতের মৃত্যুতে শোকের ছায়া জেলার রাজনৈতিক মহলে।