প্রথম পাতা খবর সিইও দফতরের শূন্যপদে নিয়োগে নাম পাঠাল রাজ্য, সিদ্ধান্ত এখন কমিশনের

সিইও দফতরের শূন্যপদে নিয়োগে নাম পাঠাল রাজ্য, সিদ্ধান্ত এখন কমিশনের

229 views
A+A-
Reset

সিইও দফতরের শূন্যপদে নিয়োগের জন্য রাজ্য সরকারের তরফে নাম পাঠানো হল নির্বাচন কমিশনে। আগামী বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতি আরও জোরদার করতে মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফরে থাকা চারটি শূন্যপদ পূরণের নির্দেশ দিয়েছিল কমিশন। সেই অনুসারে নবান্ন নামের তালিকা পাঠিয়েছে নির্বাচন সদনে।

কমিশনের পক্ষ থেকে কিছুদিন আগেই জানানো হয়েছিল, সিইও দফতরকে পৃথক করার প্রয়োজন রয়েছে। সেই প্রক্রিয়ার অঙ্গ হিসাবেই অতিরিক্ত সিইও, যুগ্ম সিইও ও ডেপুটি সিইও পদের নিয়োগ চূড়ান্ত করতে বলা হয়। এরপরই নবান্ন ওই তিনটি স্তরের জন্য মোট ন’জন আধিকারিকের নাম নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব করেছে।

অতিরিক্ত সিইও পদের জন্য প্রস্তাবিত তিনজন হলেন: রাজ্য সরকারের বিশেষ সচিব সুদীপ মিত্র, বিধাননগর পুরসভার বিশেষ সচিব সুজয় সরকার এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের অতিরিক্ত সচিব সুদীপ সরকার।

যুগ্ম সিইও পদের জন্য পাঠানো হয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের অতিরিক্ত সচিব অরুন্ধতী ভৌমিক, স্টাফ সিলেকশন কমিশনের সচিব সৌম্যজিৎ দেবনাথ এবং স্বাস্থ্য দফতরের অতিরিক্ত সচিব বহ্নিশিখা দে-র নাম।

ডেপুটি সিইও পদের জন্য রাজ্য সরকার নাম পাঠিয়েছে বিদ্যুৎ দফতরের যুগ্ম সচিব রঞ্জন চক্রবর্তী, বিধাননগরের ল্যান্ড ম্যানেজার রাজীব মণ্ডল এবং পূর্ত দফতরের যুগ্ম সচিব প্রিয়রঞ্জন দাসের।

এই তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হলেও এখনো পর্যন্ত কোনও অনুমোদন আসেনি। তাই সব নজর এখন কমিশনের দিকে— তারা কি এই তালিকাতেই সিলমোহর দেবে, না কি ফেরত পাঠিয়ে নতুন নাম চাইবে, সেটাই দেখার বিষয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.