প্রথম পাতা খবর বিধানসভায় বিল এনে শিল্পে ‘ইনসেনটিভ’ বাতিল রাজ্যে

বিধানসভায় বিল এনে শিল্পে ‘ইনসেনটিভ’ বাতিল রাজ্যে

211 views
A+A-
Reset

পশ্চিমবঙ্গে শিল্প গড়ার জন্য আলাদা করে যে আর্থিক সাহায্য দেওয়া হত, তা বাতিলের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় বিল এনে এই ‘ইনসেনটিভ’ বাতিল করা হয়েছে।

রাজ্যের যুক্তি, আগে পরিকাঠামোর অভাব থাকায় শিল্পপতিদের আকৃষ্ট করতে বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হত। কিন্তু বর্তমানে রাজ্যের সব জেলাতেই শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। জল, বিদ্যুৎ-সহ পরিকাঠামোগত উন্নয়ন হওয়ায় এই বাড়তি সাহায্যের আর প্রয়োজন নেই।

মুখ্যমন্ত্রী বলেন, “সিপিএম আমলে কেউ দায়িত্ব পালন করেননি। এখন বিনিয়োগ আসছে, সামাজিক প্রকল্পেও খরচ হচ্ছে। তাই কোন খাতে অর্থ ব্যয় করা হবে, তা বিচার করে সিদ্ধান্ত নিতে হচ্ছে।” মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা নতুন শিল্প-সহায়ক প্রকল্প আনবে বলে জানিয়েছেন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.