প্রথম পাতা খবর পুজোর আগেই উপনির্বাচনের জন্য প্রস্তুত এরাজ্য, কমিশনকে জানালেন নির্বাচনী আধিকারিকরা

পুজোর আগেই উপনির্বাচনের জন্য প্রস্তুত এরাজ্য, কমিশনকে জানালেন নির্বাচনী আধিকারিকরা

296 views
A+A-
Reset

ডেস্ক: ৭টি রাজ্য-সহ এ রাজ্যের ডেপুটি সিওদের সঙ্গে এ দিন বৈঠক করে কমিশন। সূত্রের খবর, সেই বৈঠকেই আগামী সময় পুজোর ছুটির কথা উল্লেখ করে এখনই নির্বাচনের পক্ষে সায় দেন কমিশন কর্তারা। উপনির্বাচন করতে হলে এখনই করা হোক। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে হওয়া বৈঠকে বুধবার এমনটাই জানিয়েছেন এ রাজ্যের কমিশন কর্তারা।


সূত্রে খবর, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট কমিশন। আইসিএমআররের রিপোর্টের পরই এনিয়ে সন্তুষ্ট হন নির্বাচন কমিশনের আধিকারিকরা।যারা ভোটের কাজে যুক্ত, সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে কি না সে প্রসঙ্গও উঠে আসে বৈঠকে। রাজ্যের কমিশন কর্তারা জানিয়েছেন, তাঁরা ভোট করতে প্রস্তুত। এই মুহুর্তে ভোট হলে সমস্যা নেই। এরকম এক অবস্থায় উপনির্বাচনের জন্য রাজ্যকে তৈরি থাকতে নির্দেশ দিল কমিশন। ভোটের প্রস্তুতি দেখতে রাজ্য আসতে পারেন সুদীপ জৈন।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাকাউন্ট খোলার জন্য বাড়ছে ব্যাঙ্কের সময়সীমা, ঘোষণা মমতার


রাজ্য সরকার চাইছে রাজ্যের একাধিক আসনে যদি উপনির্বাচন করতে হয় তাহলে তা এখনই করা হোক। কারণ সামনেই পুজো। পাশাপাশি কোভিড পরিস্থিতিতে ভোট করানোর জন্য রাজ্য সরকার কতটা তৈরি তার বিস্তারিত জানিয়ে দেওয়া হয়। সূত্রের খবর পুজোর আগেই রাজ্যে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.