প্রথম পাতা খবর শেয়ার বাজারে পাহাড়প্রমাণ ধস, সেনসেক্স-নিফটি রক্তাক্ত

শেয়ার বাজারে পাহাড়প্রমাণ ধস, সেনসেক্স-নিফটি রক্তাক্ত

202 views
A+A-
Reset

সপ্তাহের শুরুতেই শেয়ার বাজারে ব্যাপক ধস। সোমবার সকাল ৯টায় বাজার খুলতেই সেনসেক্সের সূচক প্রায় ৪০০০ পয়েন্ট পড়ে যায়। নিফটি-ও ১০০০ পয়েন্টের বেশি নেমে যায়। বাজার বিশেষজ্ঞদের মতে, এই পতনের মূল কারণ মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি।

লেনদেন শুরু হওয়ার পর সেনসেক্স ৩,৯৩৯.৬৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৭১,৪২৫.০১-এ। একই সময়ে নিফটি পড়ে ১,১৬০.৮ পয়েন্ট, এসে পৌঁছায় ২১,৭৪৩.৬৫-এ।

ট্রাম্পের ট্যারিফ ঘোষণার প্রভাব শুধু ভারতের শেয়ার বাজারেই নয়, সমগ্র এশিয়ার স্টক মার্কেটেই দেখা যাচ্ছে। ওয়াল স্ট্রিটের এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার ৪.৩১% কমেছে, ন্যাসডাক পড়েছে ৫.৪৫%। জাপানের নিক্কেই সূচক প্রায় ৭%, এবং কোরিয়ার কসপি ৪.৮% পড়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, পরিস্থিতি সামাল দিতে না পারলে এই পতন আরও তীব্র হতে পারে। বিনিয়োগকারীদের মধ্যে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.