সপ্তাহের শুরুতেই শেয়ার বাজারে ব্যাপক ধস। সোমবার সকাল ৯টায় বাজার খুলতেই সেনসেক্সের সূচক প্রায় ৪০০০ পয়েন্ট পড়ে যায়। নিফটি-ও ১০০০ পয়েন্টের বেশি নেমে যায়। বাজার বিশেষজ্ঞদের মতে, এই পতনের মূল কারণ মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি।
লেনদেন শুরু হওয়ার পর সেনসেক্স ৩,৯৩৯.৬৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৭১,৪২৫.০১-এ। একই সময়ে নিফটি পড়ে ১,১৬০.৮ পয়েন্ট, এসে পৌঁছায় ২১,৭৪৩.৬৫-এ।
ট্রাম্পের ট্যারিফ ঘোষণার প্রভাব শুধু ভারতের শেয়ার বাজারেই নয়, সমগ্র এশিয়ার স্টক মার্কেটেই দেখা যাচ্ছে। ওয়াল স্ট্রিটের এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার ৪.৩১% কমেছে, ন্যাসডাক পড়েছে ৫.৪৫%। জাপানের নিক্কেই সূচক প্রায় ৭%, এবং কোরিয়ার কসপি ৪.৮% পড়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, পরিস্থিতি সামাল দিতে না পারলে এই পতন আরও তীব্র হতে পারে। বিনিয়োগকারীদের মধ্যে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে।