বুধবারও ঝড়-বৃষ্টির সম্ভবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বইবে ঝোড়ো হাওয়াও। এমনই স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় এক ধাক্কায় ৬ ডিগ্রি কমল তাপমাত্রার পারদ। বৃহষ্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বজ্র বিদ্যুৎ সহ কয়েক পশলা ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বুধবারও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ৫ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একই রকম থাকবে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।
এদিকে আবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাসও মিলেছে। আন্দামান সাগরের পর দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর বঙ্গোপসাগরে আসতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়।আপাতত ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলা ও উড়িষ্যা উপকূলের দিকে।ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার রাতেই বাংলায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়।