মঙ্গলবার সকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বতের শিজ়াং। আধ ঘণ্টার কম সময়ের ব্যবধানে দুইবার ভূমিকম্প হয় ওই এলাকায়। প্রথম কম্পনটি হয় সকাল ৬টা ৩৫ মিনিটে, যার তীব্রতা রিখটার স্কেলে ৭.১। দ্বিতীয় কম্পনটি অনুভূত হয় সকাল ৭টা ২ মিনিটে, যার তীব্রতা ছিল ৪.৭। দুটি ভূমিকম্পই মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল।
নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে এই ভূমিকম্পের প্রভাব পড়ে ভারতের বিভিন্ন এলাকায়। রাজধানী দিল্লি, বিহার, এবং ভারত-নেপাল সীমান্তবর্তী অঞ্চলে কম্পন অনুভূত হয়। উত্তরবঙ্গের কিছু অংশ, বিশেষত সিকিম এবং শিলিগুড়িতেও মৃদু কম্পনের খবর পাওয়া গিয়েছে। এছাড়া ভুটান এবং চিনের কিছু অঞ্চলেও কম্পনের প্রভাব টের পাওয়া গিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।
আকস্মিক এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে স্থানীয় প্রশাসন।